Home খেলা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিলেন লেমোস

জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিলেন লেমোস

SHARE

আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবল দলের অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।

আগামী ৮ থেকে ১৭ই নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে চার জাতি টুর্নামেন্ট। যেখানে ডাগআউটে দেখা যাবে মারিওকে। তার সহকারি হিসেবে থাকছেন স্থানীয় কোচ কায়সার এবং পারভেজ বাবু। দলে গোলকিপার কোচ রাখা হয়েছে আতিক ও বিপ্লব ভট্রাচার্যকে।

প্রাথমিক দলে ডাকা হবে বিপিএল খেলা আরও ৫ জন ফুটবলারকে। অনূর্ধ্ব- ২৩ দলের সাথে উজবেকিস্তানে থাকা ৬ খেলোয়াড় ও কোচরা দলের সাথে সরাসরি যোগ দেবেন শ্রীলংকায়। ২৫শে অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে ক্যাম্প।

নতুন কোচ একেবারে অপরিচিত নয় বাংলাদেশের ফুটবল আঙিনায়। কেননা তিনি দীর্ঘদিন ধরেই আবাহনীর কোচের দায়িত্ব পালন করছেন। গত তিন মৌসুম ধরে আবাহনীর দায়িত্বে থাকা এই কোচের হাত ধরেই দলটি প্রথমবারের অংশ নেয় এএফসি কাপের আঞ্চলিক পর্বে।

৩৫ বছর বয়সী মারিও লেমোস ২০১৮ পর্যন্ত আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৭-১৮ মৌসুমে ফিটনেস কোচ হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে কাজ শুরু করেছিলেন।

আসরে বাংলাদেশ ১১ই নভেম্বর মালদ্বীপ ও ১৪ই নভেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচগুলো হবে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে।