Home আইন আদালত রাজধানীতে ফের আইসসহ গ্রেফতার ৬

রাজধানীতে ফের আইসসহ গ্রেফতার ৬

SHARE

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ ছয় কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতাররা হলেন- হোসাইন মোহাম্মদ বাবু ওরফে বাবুল, এসএম খবির উদ্দিন, ইখতিয়ার চৌধুরী ওরফে শুভ, তোফায়েল ওরফে তোপেল চাকমা, মো. মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকালে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কিছু মাদক কারবারি মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে সংবাদ পাই। পরে সেখানে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে।