Home আইন আদালত আদিয়ান মার্টের সিইওসহ তিনজন রিমান্ডে

আদিয়ান মার্টের সিইওসহ তিনজন রিমান্ডে

SHARE

চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিক, এমডি মাহমুদ সিদ্দিক ও ব্যবস্থাপক মিনারুল ইসলামকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া উপদেষ্টা আবু বকর সিদ্দিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) মানিক দাস।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপাল চন্দ্র মণ্ডল আসামিদের সাতদিনের জন্য রিমান্ড প্রার্থনা করেন।

বাদী পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রকি। বিবাদী পক্ষে জামিন শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট তালিম হোসেন, অ্যাডভোকেট আকবর আলী ও অ্যাডভোকেট বদর উদ্দিন।

বিবাদী পক্ষের আইনজীবী বদর উদ্দিন বলেন, আমাদের মক্কেল নির্দোষ। যেহেতু আদালত রিমান্ড মঞ্জুর করেছেন, তাই আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে যাব।

প্রসঙ্গত, উপজেলার বোয়ালমারী গ্রামের আতিকুর রহমান উজ্জ্বল বাদী হয়ে ২৯ অক্টোবর সদর থানায় উল্লেখিত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা নিয়ে পণ্য না দিয়ে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।

র‌্যাব ওইদিন রাতেই আসামিদের চুয়াডাঙ্গা ও খুলনা থেকে গ্রেফতার করে।