Home আন্তর্জাতিক আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা

আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা

SHARE

আবারও জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হলো আফগানিস্তান। শুক্রবার (১২ নভেম্বের) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ অন্তত এক ডজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অতল শিনওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে। আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন।

নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র কারি হানিফ বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, বোমাটি সম্ভবত মসজিদের ভেতর বসানো ছিল।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত তিনজন মারা গেছেন।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে কাবুলের একটি সামরিক হাসপাতালে আইএস খোরাসানের হামলায় অন্তত ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। গত অক্টোবরে দেশটিতে পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় জঙ্গিরা। এতে প্রায় ১০০ জন নিহত ও কয়েকশ আফগান নাগরিক আহত হন।

সূত্র: রয়টার্স, এপি, আল জাজিরা