Home বিনোদন ‘মানি হাইস্ট’র রিমেক নিয়ে ফিরছেন আব্বাস-মাস্তান, ‘প্রফেসর’ অর্জুন

‘মানি হাইস্ট’র রিমেক নিয়ে ফিরছেন আব্বাস-মাস্তান, ‘প্রফেসর’ অর্জুন

SHARE

জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হেইস্ট অবলম্বনে এবার বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ‘থ্রি মানকিস’ শিরোনামের এ ছবি পরিচালনা করবেন খ্যাতিমান দুই নির্মাতা আব্বাস ও মাস্তান। সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলভারো মর্তে অর্থাৎ প্রফেসর চরিত্রে দেখা যাবে বলিউড তারকা অর্জুন রামপালকে। তবে বাকি চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, গল্পের প্লট নিয়ে থাকছে বেশ উন্মাদনা ও নিজস্বতা। নির্মাতা আব্বাস-মাস্তান সবসময় থ্রিলার সিনেমা বানাতে ভালোবাসেন। আন্তর্জাতিক থ্রিলারগুলোর অবলম্বনে নিজেদের মতো করে সিনেমা বানাতে নিপুণ ও পারদর্শী তারা।

পাঁচ বছর পর ফের পরিচালনায় ফিরছেন আব্বাস-মাস্তান। জানা গেছে, থ্রি মানকিস-এর শুটিং মুম্বাই ও এর বাইরেও হবে। আগামী বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।

বলিউডে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি উপহার দিয়ে জনপ্রিয় হয়েছেন আব্বাস-মাস্তান জুটি। এ জুটির সর্বশেষ ছবি ছিল ‘মেশিন’। ওই ছবির মাধ্যমেই অভিষেক হয়েছিল আব্বাসের ছেলে মুস্তফার।