Home আন্তর্জাতিক সৌদি জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত

সৌদি জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত

SHARE

সৌদি জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় হুথিদের লক্ষ্য করে ৩৫টি হামলা চালানো হয়।

বৃহস্পতিবার জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

জোটের তথ্যানুযায়ী, এ হামলায় দুইশর বেশি হুথি বিদ্রোহী নিহতের পাশাপাশি ধ্বংস করা হয়েছে তাদের ২৪টি সামরিক যানও।

মারিবের যুদ্ধে এখন পর্যন্ত ২৭ হাজার হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। হুথিদের আরও ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করেন জোটের মুখপাত্র।

সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুথি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ।
তথ্যসূত্র : আরব নিউজ