Home জাতীয় দেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

দেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

SHARE

সারাদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে। সংস্থাটির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে।

দেশের কোথাও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।