রাত পোহালে দেশের মানুষ ধনী হচ্ছে। এটি মিথ্যে নয়। সেটি গড় হিসাব। দেশে পরিবর্তন হচ্ছে, বলেন পরিকল্পনা মন্ত্রী।
শনিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সম্মেলনে এসব কথা মন্ত্রী। তিনি বলেন, নারী নির্যাতন ও বাল্য বিবাহ রুখতে সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন হতে হবে। সম্মেলনে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করা, বৈষম্যমূলক আইন সংশোধন সহ নয়টি দাবি জানানো হয়। নারী ও বাল্যবিবাহ রোধে যারা কাজ করছেন, তাদের অনেককেই পুরস্কৃত করা হয়।