Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে আবারও বিধিনিষেধ

যুক্তরাজ্যে আবারও বিধিনিষেধ

SHARE

যুক্তরাজ্যে দুই জনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন শনাক্ত হওয়ায় আবারও করোনাভাইরাস বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। এছাড়া দেশটিতে প্রবেশে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া মাস্ক ছাড়া শপিংমল ও গণপরিবহণে যাতায়াত না করারও নির্দেশনা রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন খুব দ্রুত ছড়ায় আর দুই ডোজ ভ্যাকসিন নেয়া ব্যক্তিরাও এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে। আমাদের বিজ্ঞানীরা এটা সম্পর্কে আরও জানার চেষ্টা করছে।

তবে এখনই দেশটিতে ভ্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি বলেন, কিন্তু ব্রিটেনে প্রবেশ করতে চাইলে অবশ্যই পিসিআর টেস্ট করাতে হবে এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকতে হবে।