Home বিনোদন ওয়েব সিরিজে একসঙ্গে মোশাররফ করিম ও মিথিলা

ওয়েব সিরিজে একসঙ্গে মোশাররফ করিম ও মিথিলা

SHARE

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। নাটক, সিনেমার সঙ্গে এখন ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। সম্প্রতি নতুন একটা ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে তার সঙ্গে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে।

এর আগে মোশাররফ-মিথিলা জুটি হয়ে নাটকে অনেক কাজই করেছেন। তবে এই প্রথমবার ওয়েব সিরিজে তাদের একসঙ্গে দেখা যাবে।

এই সিরিজটির নাম ‘রিয়ারভিউ’। পরিচালনা করবেন রায়হান খান। সিরিজটি প্রযোজনা করছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই। এখানে আরও অভিনয় করতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

এর আগে মোশারফ করিম ওয়েব সিরিজ মহানগর অভিনয় করেন। যা দেখে দেশ বিদেশ থেকে তুমুল আলোচনা, প্রশংসা পেয়েছেন তিনি। সেটিও হইচই থেকেই নির্মাণ করা হয়েছিলো। পরিচালক ছিলেন আশফাক নিপুণ।

এদিকে প্রথমবারে মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন মিথিলা। তিনি সম্প্রতি কলকাতার সিনেমা ‘আয় খুকু আয়’তে চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে তিনি কাজ করবেন বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিতের বিপরীতে। সিনেমাটি প্রযোজনায় আছে আরেক কলকাতার অভিনেতা জিৎ।