Home খেলা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ ৫০ টাকায়

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ ৫০ টাকায়

51
0
SHARE

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শনিবার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে মাত্র ৫০ টাকা থেকে শুরু টেস্ট ম্যাচের টিকিট। করোনা বাধা কাটিয়ে এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পেরেছে দর্শকরা।

মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে শুক্রবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। টিকিট রয়ে গেলে ম্যাচের দিনও পাওয়া যাবে বুথে।

ম্যাচের টিকিট মূল্য শুরু হবে মাত্র ৫০ টাকাতে। এই টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।

১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে কেবল দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকেরাই মাঠে ঢুকে খেলা দেখতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকার সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের সার্টিফিকেট লাগবে না।