Home বিনোদন অজয় স্যারের সঙ্গে আমার তুলনা করবেন না

অজয় স্যারের সঙ্গে আমার তুলনা করবেন না

SHARE

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের পিভিআর প্রেক্ষাগৃহে প্রকাশিত হলো আরআরআর ছবির ট্রেলার। দক্ষিণ ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলির বড় বাজেটের ছবি এটি। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার জুনিয়র এনটিআর, বলিউড তারকা অজয় দেবগন, পরিচালক এস এস রাজামৌলি ও অভিনেত্রী আলিয়া ভাট। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবিতে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন।
‘আরআরআর’ ছবিতে কেন্দ্রীয় দুটি চরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের দুই তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআরকে। বলিউড থেকে অজয় দেবগন ও আলিয়া ভাটও আছেন।

ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আলিয়া বলেন, ‘রাজামৌলি স্যারের সঙ্গে আমার বিমানবন্দরে একবার দেখা হয়েছিল। আমি হায়দরাবাদে যাচ্ছিলাম। তাঁকে বলেছিলাম, আমাকে তাঁর যেকোনো ছবিতে যেন একটা সুযোগ দেন। আমি ভাবতেও পারিনি, এত তাড়াতাড়ি সুযোগ পাব। এটি আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
বিজ্ঞাপন

নিজের চরিত্রটি নিয়ে আলিয়া বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চরিত্রের মতো হয়ে ওঠা। আমি তাঁর কথাগুলো খুব সিরিয়াসলি নিয়েছিলাম। আমার চরিত্র ও সংলাপের ওপর এক বছর ধরে কাজ করি। আমি স্যারকে বলেছিলাম, আমি তাঁর মান রাখব। এই ছবিতে আমি তেলেগুতে সংলাপ বলেছি।’

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে জুনিয়র এনটিআরের সঙ্গে অজয় দেবগনের তুলনা করা হয়। এই তারকা বিনয়সহকারে বলেন, ‘দয়া করে অজয় স্যারের সঙ্গে আমার তুলনা করবেন না। তিনি সব দিক থেকে বড়। আমি শৈশব থেকে তাঁর সিনেমা দেখে বড় হয়েছি। তিনি তখনো সুপারস্টার ছিলেন, এখনো সুপারস্টার। আমি এখনো ফুল অওর কাঁটে ছবিতে মোটরসাইকেলে দাঁড়িয়ে তাঁর এন্ট্রির কথা ভুলতে পারিনি। আমি অবাক হয়ে শুধু দেখেছিলাম। মা আমাকে বলেছিলেন, এটা সিনেমা, তাই বাস্তবে আমি যেন এটা চেষ্টা না করি। অজয় স্যারের সঙ্গে কাজ করা মানে, আমার গুরুর সঙ্গে কাজ করা’।

অজয় অবশ্য এনটিআরের কথা শুনে মজা করে বলেন, ‘আমার বয়স হয়েছে, এটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। পর্দায় আমরা একসঙ্গে নেই। তবে একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি।’

আরআরআর ছবিতে ভারতের স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম আর অল্লুরী সীতারাম রাজুর জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। আগামী বছর ৭ জানুয়ারি ছবিটি ১০টি ভাষায় মুক্তি পাবে।