ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ১৮ জন। বর্তমানে সারা দেশে মোট ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার বিকেলে ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ৯২৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৬৩৪ জন রোগী। এ বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।