Home আইন আদালত রাজধানীতে বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৭১

রাজধানীতে বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৭১

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৩ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার ৭১ জনের কাছ থেকে ১ হাজার ৬৮ পিস ইয়াবা, ৭৩৩ গ্রাম হেরোইন, ১৮৬ বোতল ফেনসিডিল, ৮ বোতল ইস্কুপ, ৯টি ইনজেকশন, ৬০৫টি ট্যাপেন্টডল ট্যাবলেট ও ১৩ কেজি ৩১০ গ্রাম ১৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে।