Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকসহ ৭২ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১০ হাজার ১৩৫ পিস ইয়াবা, ৪৬০ গ্রাম হেরোইন, ৬ বোতল ফেনসিডিল, ৫০ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশি মদ, ৬ ক্যান বিয়ার ও ১০ বোতল ইস্কুপ জব্দ করা হয়। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।