সালমান খান ও অক্ষয় কুমারের বন্ধুত্বের খবর বলিপাড়ায় নতুন কিছু নয়। একসঙ্গে সিনেমায় স্ক্রিন শেয়ার করার পাশাপাশি একে অপরের সিনেমায় স্পেশাল অ্যাপিয়ারেন্সেও নজর করেছেন তারা। তবে এবার হতে চলেছে অক্ষয়-সালমানের লড়াই। ওটিটিতে যুদ্ধে মাতবেন বলিপাড়ার এই সেরা দুই সুপারস্টার।
বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘আতরঙ্গী রে’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমায় দেখা যাবে ধানুষ ও সারা আলি খানকে।
জানা গেছে, একইদিনে অন্য একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন সিনেমা ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’। এ ব্যাপারে সালমান খান কোন ঘোষণা না করলেও বলিপাড়ায় শোনা যাচ্ছে এমন জল্পনা।
বড় পর্দায় মোটেও আশানুরুপ ফল করতে পারেনি পরিচালক মহেশ মঞ্জরেকরের এই সিনেমা। কাজেই ওটিটিতে আগে ভাগে ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান।
এখনও বহু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘অন্তিম’। তাই এখনই ওটিটিতে সিনেমা মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করছেন না তিনি। বড়দিনে ঠান্ডা আমেজে ওটিটিতে ‘আতরঙ্গী’ ও ‘অন্তিম’ লড়াই যে সিনেপ্রেমীদের বড় পাওনা হতে চলেছে এ আর নতুন কথা কি?