Home আন্তর্জাতিক বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

SHARE

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেল বাজারে।

গতকাল সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে চার শতাংশের বেশি। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৪ দশমিক ৮১ শতাংশ। এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৬৭ দশমিক ৪৫ ডলারে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ক্রুডের দামও কমেছে অনেকটা। কমেছে হিটিং অয়েলের দামও। সোমবার এর দাম ৩ দশমিক ৭৭ শতাংশ কমে বিক্রি হয়েছে ২ দশমিক ১৩৫ ডলারে।