৯০ লাখ ৯৭ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও ৪০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে নোয়াখালীর মাইজদীকোর্ট জনতা ব্যাংক শাখার অফিসার (টেলর) সামছুল হাসান মীরনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২২ ডিসেম্বর) দুদকের উপসহকারী পরিচালক আরিফ আহম্মদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীতে মামলাটি করেন।
দুদকের জনসংযোগ দপ্তর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা যায়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সামছুল হাসান মীরন ৪০ লাখ ৩৮ হাজার ২৪ টাকার সম্পদ সজ্ঞানে ও জেনেশুনে গোপন করেছেন। এছাড়া তিনি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সীমিত বেতনভুক্ত কর্মকর্তা হয়ে ৯০ লাখ ৯৭ লাখ ১৪৮ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অবৈধভাবে ক্ষমতা অর্জন করেছেন।
দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।