তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক নিয়মনীতি বিশ্বাস করে না বলেই নির্বাচন কমিশন গঠনের সংলাপ নিয়ে বিরূপ মন্তব্য করছে। জনগণের ওপর আস্থা নেই দলটির।
আজ বুধবার বিএফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতে সংসদে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন সংবিধান পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেয়ার পরিবেশ দেশে সৃষ্টি হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে চোরা পথে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে বিএনপি।