Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

SHARE

ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের কাছ থেকে ১০ হাজার ৫৪৫ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।