Home জাতীয় নৌ দুর্ঘটনায় শাস্তি বাড়িয়ে আইন করা হবে : খালিদ মাহমুদ

নৌ দুর্ঘটনায় শাস্তি বাড়িয়ে আইন করা হবে : খালিদ মাহমুদ

SHARE

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লঞ্চ দুর্ঘটনার জন্য সর্বোচ্চ সাজা ৫ বছর। তবে আইনটি পরিবর্তন করা হবে। এটা নিয়ে আমরা কাজ করছি।

আজ সোমবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরিদর্শনে গিয়ে দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি দ্রুত তাদের আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, যারা যাত্রীসেবা নিশ্চিত করতে না পারবে তারা নৌ খাতে থাকতে পারবে না। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে।

এ সময় ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় চিকিৎসাধীন ১২ জনের কেউই শঙ্কামুক্ত নয়। সবারই শ্বাসনালরি ইনহেলেশন ইনজুরি হয়েছে। আমাদের একান থেকে ছুটি নিয়ে বাড়ি যাওয়া না পর্যন্ত কাউকেই আমরা শঙ্কামুক্ত বলতে পারছি না।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।