Home রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্যের হানি হলে বিএনপি নেতারাই আসামি হবে : তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের হানি হলে বিএনপি নেতারাই আসামি হবে : তথ্যমন্ত্রী

SHARE

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব রটানোর দায় সার্ভিস প্রোভাইডারদের নিতে হবে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্য ও সম্প্রচার বিষয়ক সংসদীয় কমিটির আগামী মিটিং বা যে কোন মিটিংএ সার্ভিস প্রোভাইডারদের প্রতিনিধিদের ডাকা হবে বলে কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি রাষ্ট্রপতির সংলাপের চিঠি গ্রহণ করেছে, আশা করি তারা সংলাপেও অংশ নিবে। স্থানীয় সরকার নির্বাচনে হানাহানি দুঃখজনক, তবে সব সময়ই এ রকম হয়ে এসেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া পরিবার ও বিএনপির অধীনেই চিকিৎসা নিচ্ছে। তার স্বাস্থ্যের হানি হলে বিএনপি নেতারাই আসামি হবে।