Home আন্তর্জাতিক ফ্রান্সে একদিনে ৩ লাখ ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত

ফ্রান্সে একদিনে ৩ লাখ ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত

SHARE

ফ্রান্সে বুধবার করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৩৫ হাজার মানুষ সংক্রমিত হওয়ায় এ নতুন রেকর্ড সৃষ্টি হলো। স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান পার্লামেন্টকে এ কথা জানান।

আগের সব রেকর্ড ভঙ্গ করে এই প্রথম ফ্রান্সে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল। দেশটিতে মঙ্গলবারও এ ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। এ দিন ফ্রান্সে দুই লাখ ৭১ হাজার ৬৮৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়।

ভেরান বলেন, ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার রাতে আক্রান্তের এ নতুন সংখ্যা প্রকাশ করলেও এর আগেই ‘আমরা আমাদের দেশে তিন লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্তের খবর পেয়েছিলাম।

বর্তমান স্বাস্থ্য পাসের পরিবর্তে কেবল যারা উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য একটি ‘ভ্যাকসিন পাস’ দেয়া নিয়ে সরকারের পরিকল্পনা বিষয়ে পার্লামেন্টে আলোচনা চলাকালে তিনি বক্তব্য দিচ্ছিলেন।

ফ্রান্সের প্রায় ৫০ লাখ মানুষ এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি। তাদের মধ্যে ২০ শতাংশ করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।
খবর এএফপি