Home বিনোদন জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন হৃতিক

জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন হৃতিক

SHARE

‘কৃষ’খ্যাত অভিনেতা হৃতিক রোশন। বলিপাড়ার প্রিয় এবং প্রশংসিত অভিনেতাদের একজন। অভিনেতা শুধুমাত্র তার অভিনয় দক্ষতার জন্য নয়, নাচ এবং গানের দক্ষতার মাধ্যমেও অসাধারণ খ্যাতি অর্জন করেছেন।

বলিউড লাইফের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, মাত্র দুই দিন পর ১০ জানুয়ারি বি-টাউনের গ্রিক দেবতা ৪৮ বছর বয়সে পা রাখবেন। জন্মদিনে ভক্তদের জন্য বিশাল চমক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এখনো কেউ জানেন না সেই চমকটি কি হতে যাচ্ছে!

তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র চমক সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছে। সমাজের উন্নতির জন্য হৃতিক প্রচুর কাজ করেন। কিন্তু সেগুলো নিয়ে কখনো জনসম্মুখে কথা বলেন না। হয়তো বলতে পছন্দ করেন না। বিষয়গুলো তিনি আড়ালে রাখতেই পছন্দ করেন। এ বছর তিনি এমন কিছু করবেন, যা মানুষকে কোভিড পরিস্থিতিতে সাহায্য করবে।

পাশাপাশি ভক্তদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করবেন অভিনেতা। জন্মদিনে এই চমকটিই দিতে চলেছেন হৃতিক, ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে সূত্রটি অন্য ইঙ্গিতও দিয়েছে। তারা বলছে, জন্মদিনের বড় ঘোষণা শুধু সমাজসেবামূলক কাজকর্ম নিয়ে নয়। সিনেমা নিয়ে কিছু একটা ঘোষণা করতে চলেছেন হৃতিক।