করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লাক্সতারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার। গণমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। মিম বলেন, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টাইনে আছে এবং সুস্থ আছে।
কয়েক দিন আগে তারা বিয়ে করেছেন। বিয়ের পর গত ৭ জানুয়ারি শ্বশুরবাড়ি কুমিল্লায় মিমের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে মিম হাজির হন হেলিকপ্টার নিয়ে। শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় সঙ্গী ছিলেন তার বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।
২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটি বদল করেন মিম। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিমি-সনি। এর আগে তাদের মধ্যে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল।
এদিকে আজ স্বামীর সঙ্গে মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা ছিল মিমের। স্বামী করোনা আক্রান্ত হওয়ায় তাদের হানিমুন বাতিল করা হয়েছে।