Home আইন আদালত ডিএমপির এডিসি-এসি পদে তিন কর্মকর্তাকে পদায়ন

ডিএমপির এডিসি-এসি পদে তিন কর্মকর্তাকে পদায়ন

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। বুধবার (১২ জানুয়ারি) পদায়নের এ তথ্য মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়।

আদেশে বলা হয়- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাহানুর খানকে প্রফেশনাল স্টার্ভাড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শাহ জালালকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ) ও সহকারী পুলিশ কমিশনার মো. রেজাউল করিম ভূঞাকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।