Home বিনোদন এক সিনেমাতেই ১৭০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়

এক সিনেমাতেই ১৭০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়

SHARE

একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছে অক্ষয় কুমার। বলিউডের ‘হিট মেশিন’ বলা হয় তাকে। করোনাকালে যখন সব হল দর্শক শূন্য, তখন অক্ষয়ের ছবি দেখতে দর্শক ফিরেছে হলে। আর সে জন্যই হয়তো আরও এক দফা পারিশ্রমিক বাড়িয়ে নিচ্ছেন অক্ষয়।

বলিউড লাইফের সূত্রে জানা গেছেন ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। এ ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ১৭০ কোটি রুপি। ছবির বাকি সব খরচ মেলালেও অক্ষয়ের পারিশ্রমিকের চেয়ে তা কম। ছবির মোট খরচ গিয়ে দাঁড়াবে ২৮০ কোটি রুপিতে।

এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও দেখা যাবে টাইগার শ্রফকে। শোনা যাচ্ছে, টাইগারও প্রযোজকদের থেকে বড় অংকের পারিশ্রমিক নেবেন।

অ্যাকশনে ভরপুর ছবি হবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ছবিটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর।