Home খেলা টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি

SHARE

ঘরের মাঠে জিতে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল চেলসি। ফিরতি লেগেও টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা লড়াইয়ে পা রাখল টমাস টুখেলের দল।

ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠল চেলসি। গত বুধবার প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল তারা।

প্রথমার্ধে বল দখলে একচেটিয়া আধিপত্যের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল চেলসি। অষ্টাদশ মিনিটে গোলও পেয়ে যায় তারা। কর্নারে উড়ে আসা বল হেডে জালে পাঠান আন্টোনিও রুডিগার।

দ্বিতীয়ার্ধেও উল্লেখযোগ্য তেমন কিছ্ইু করতে পারেনি টটেনহ্যাম। প্রথম পর্বে হেরে থাকায় এখানে তাদের গোল করতেই হতো, তাও একাধিক। সেখানে কিনা ঘরের মাঠে পুরো ম্যাচে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পারে দলটি!

আরেক সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল।