Home জাতীয় দেশে করোনার শনাক্তের হার বেড়ে ১৪.৬৬ শতাংশ

দেশে করোনার শনাক্তের হার বেড়ে ১৪.৬৬ শতাংশ

18
0
SHARE

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। যা গত বছরের ২৬ আগস্টের পর সর্বোচ্চ শনাক্ত।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ৬ জন। আর করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হলো। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে।