Home জাতীয় ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না : তাজুল ইসলাম

ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না : তাজুল ইসলাম

SHARE

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না। ইভিএমের মাধ্যমে ভোট হলে কতটা সুষ্ঠু হয়, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বুঝতে পেরেছে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ইভিএমে ভোটের বিষয়টি বাংলাদেশে যেসব কূটনীতিক রয়েছেন, তাদের কাছেও গ্রহণযোগ্য হয়েছে। এর আগের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কারচুপির সুযোগ ছিল। এ কারণে সেসব নির্বাচনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যেটা ইভিএমের মাধ্যমে হওয়ার কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হয়নি।

তিনি বলেন, তবে কিছু জায়গায় মেশিনের সমস্যার কারণে অনেকে ভোট দিতে পারেননি, এটা দুঃখজনক। নতুন একটা পদ্ধতিতে এমন কিছু ভুল হতে পারে, যেটা অস্বাভাবিক নয়।