Home বিনোদন সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন সামান্থা

সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন সামান্থা

SHARE

বলিউড ভাইজান সালমান খান নিজের নামের সঙ্গে নাম জড়িয়েছিলেন অনেক নায়িকার। সম্প্রতি গুঞ্জন শোনা যায় বিদেশিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। এই মুহূর্তে বলিউডের ‘টক অব দ্য টাউন’ হলো হলিউড নায়িকা সামান্থা লকউডের সঙ্গে প্রেম করছেন ভাইজান।

বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল সামান্থা এবং সালমানকে। কিছুদিন আগে ছিল বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন। সেখানে সালমানের পানভেলের পার্টিতে দেখা গিয়েছিল সামান্থাকে।

তবে ভাইজানের সঙ্গে গুঞ্জনের খবরে বেশ বিরক্ত এই হলিউড নায়িকা। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমার মনে হয়, কিছু মানুষ আছে যারা বানিয়ে কথা বলতে ভালোবাসে। কিছু না হলেও মানুষ অনেক কিছু অনুমান করে বলতে ভালোবাসে বলে আমি মনে করি। আমি সালমানের সঙ্গে দেখা করেছি। সালমান খান খুবই ভালো মানুষ। ওনার ব্যাপারে এখন শুধু এটুকুই বলতে পারি। আমি বুঝতে পারি না মানুষ এত তথ্য কোথা থেকে পায়।’

সেই সঙ্গে সামান্থা আরও বলেছেন, ‘আমি সালমান খান ছাড়াও হৃতিক রোশনের সঙ্গে দেখা করেছি। তাহলে কেন শুধু সালমানের সঙ্গে জড়ানো হচ্ছে।’

বলিউডে বেশ কিছু সিনেমা দেখেছেন এই সুন্দরী হলিউড অভিনেত্রী। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার প্রিয় সিনেমা প্রসঙ্গে। তিনি জবাব দিয়েছিলেন ‘সুলতান’ আমার সবচেয়ে প্রিয় বলিউড সিনেমা।

সালমানের প্রসঙ্গে আরও বলেছেন, ‘সালমানের পার্টিতে যাওয়ার আগে দু-তিনবার ওনার সঙ্গে দেখা করেছি। পার্টিতে শুধু সালমানকেই চিনতাম। সালমানের জন্মদিনের পার্টিতে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়। আর সবাইকেই আমার দারুণ লেগেছে।’