Home আন্তর্জাতিক ইয়েমেনে কারাগারে হামলার তদন্ত হবে : গুতেরেস

ইয়েমেনে কারাগারে হামলার তদন্ত হবে : গুতেরেস

SHARE

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের একটি কারাগারে অন্তত ৭০ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে, এ হামলার তদন্ত হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।

শুক্রবার সাদা শহরের কারাগারে ওই বিমান হামলার পর জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, এ হামলা বন্ধ হওয়া দরকার।

শুক্রবারের ওই হামলায় আহত হয়েছেন ১৩৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বেড়েছে। তাদের দাবি, হুতি বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ওই জোটের অংশীদার সংযুক্ত আরব আমিরাতে গত সোমবার হুতিরা অপ্রত্যাশিত হামলা চালায়। এ ছাড়া সৌদি আরবের শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এরপরই জোটটি হুতিদের ওপর বিমান হামলা জোরদার করে।

ইয়েমেনের হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল–মোতাওয়াক্কেল এএফপিকে বলেন, সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হন। তবে অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।