Home আন্তর্জাতিক ম্যানসিটির সঙ্গে প্রতারণা করবেন না গার্দিওলা

ম্যানসিটির সঙ্গে প্রতারণা করবেন না গার্দিওলা

SHARE

স্পেন, জার্মানির পর এখন ইংল্যান্ডে। যেখানেই গিয়েছেন রাজত্ব করেছেন পেপ গার্দিওলা, তবে কোথাও বেশি দিন থাকেননি স্প্যানিশ এ কোচ। এ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির সঙ্গে আছেন ছয় বছর। চুক্তি আছে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। এর পর তার ভবিষ্যৎ কোথায়?

বার্সাকে ‘হেক্সা’ জেতানো এ কোচ জানান, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ক্লাবের কাছে সৎ ও খোলামেলা থাকবেন; ক্লাবের সঙ্গে প্রতারণা করতে চান না।

যাই হোক আপাতত ইতিহাদ স্টেডিয়াম রেখে কোথাও যাওয়ার চিন্তা নেই বলে জানিয়েছেন গার্দিওলা।

তিনি বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) আমাদের সব কিছু দিয়েছে। আমি তাদের সঙ্গে প্রতারণা করতে পারি না বা তাদের সঙ্গে ভুল কিছু করতে পারি না। সেটা মোটেও ভালো কিছু হবে না। ক্লাবের সঙ্গে দুবার চুক্তি নবায়ন করেছি। এখনো তাই। তারা আমার জন্য কী চিন্তা করে আর আমি কী চিন্তা করি, এটার ওপর নির্ভর করছে। যেহেতু চুক্তি আছে, সেহেতু এত কিছু চিন্তা করছি না। আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করা মানুষদের মতো নই।’

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে গার্দিওলার দল সিটি। ছয় বছরে চতুর্থ লিগ জেতার ক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থানে আছে সিটি। দলকে চারটি কারাবাও কাপ ও এফএ কাপ জেতানো গার্দিওলা এখন ক্লাবে ‘নিরাপদ ও সুখে’ আছেন।

এ সুখটায় যেন কিছু একটা কমতি থেকে গেছে। সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি গার্দিওলা। অনবদ্য দল গড়েও গত বার চেলসির কাছে ফাইনালে হেরে শিরোপা জেতা হয়নি তার।

এ কারণে কম সমালোচনাও সইতে হয়নি গার্দিওলার। এবার সিটিকে নিয়ে আবারও নতুন করে স্বপ্ন বুনছেন তিনি।