Home জাতীয় ২৪ ঘণ্টায় আরও ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় আরও ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

SHARE

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে আরও তিন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুইজন ও ঢাকার বাইরে একজন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ১০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ৮ জন ও অন্যান্য বিভাগের সরকারী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২ জন রোগী ভর্তি হন।

সোমবার (২৪ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছে ১২১ জন। এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১১১ জন।