Home আইন আদালত করোনামুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল

করোনামুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল

SHARE

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন করোনামুক্ত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আগামী রবিবার থেকে আদালতের কার্যক্রমে অংশ নেব।

এর আগে গত ১৬ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের বাসায় আইসোলেশনে ছিলেন।

২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।