Home বিনোদন ডক্টরেট উপাধি পেলেন অভিনেতা গোবিন্দ

ডক্টরেট উপাধি পেলেন অভিনেতা গোবিন্দ

SHARE

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ডক্টরেট উপাধি পেলেন বলিউড অভিনেতা গোবিন্দ। ওয়ার্ল্ড এনআরআই সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অব আমেরিকা এই সম্মানে ভূষিত করেছে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ার্ল্ড এনআরআই সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অব আমেরিকা ডক্টরেট উপাধি দিয়েছে গোবিন্দকে। এছাড়া তার ভাই কীর্তি কুমারকেও সম্মানিত করেছে প্রতিষ্ঠানটি। রোববার (২৩ জানুয়ারি) বিকালে গোবিন্দর জুহুর বাংলোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক তুলে দেয় তাদের হাতে।

গোবিন্দ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রঙিলা রাজা’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। সিকান্দার ভারতী পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন মিশিকা চৌরাসিয়া, অনুপমা অগ্নিহোত্রী।