Home বিনোদন আসছে ‘বচ্চন পান্ডে’র ট্রেলার

আসছে ‘বচ্চন পান্ডে’র ট্রেলার

SHARE

বলিউডে নামি দামি তারকাদের সিনেমা একের পর এক মুক্তি পাচ্ছে। মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘বচ্চন পান্ডে’। সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি।

সিনেমাটি মুক্তির কথা রয়েছে ১৮ মার্চ। এর আগে ৯ ফেব্রুয়ারি প্রকাশ হবে সিনেমার ট্রেলার।

বলিউড হাঙ্গামার একটি সূত্রে জানা যায়, ‘বচ্চন পান্ডে’র ট্রেলার ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সেইসাথে ভক্তদের উত্তেজনা দেখার জন্য অপেক্ষায় আছেন পরিচালক। সিনেমাতে দেখা যাবে অ্যাকশন, কমেডি, রোমান্স।

অক্ষয় কুমার এবং কৃতি স্যানন ছাড়াও জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, স্নেহাল দাব্বি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিং এবং সহর্ষ কুমার শুক্লা অভিনয় করেছেন।

ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।