Home বিনোদন ফের তেলেগু ছবিতে আলিয়া

ফের তেলেগু ছবিতে আলিয়া

SHARE

এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর পরে আরও একটি তেলেগু ছবিতে চুক্তিবদ্ধ হলেন আলিয়া ভাট। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে এনটিআর জুনিয়রকে।

ছবির নাম এখনো নির্ধারণ করা হয়নি। শুটিং শুরু হবে ফেব্রুয়ারি থেকে। ছবিটি পরিচালনা করবেন কোরাতালা শিবা। এ নির্মাতা ২০১৬ সালে এনটিআর জুনিয়রকে নিয়ে ব্লকবাস্টার ছবি ‘জনতা গ্যারেজ’ নির্মাণ করেছিলেন। এনটিআর জুনিয়রের সঙ্গে এটি হতে যাচ্ছে নির্মাতার দ্বিতীয় কাজ।

ছবির এক সূত্র বলেছেন, ‘আরআরআর-এর শুটিং করতে গিয়ে এনটিআর জুনিয়রের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আলিয়া ভাটের। অভিনেতাই আলিয়াকে এই ছবিটি করার জন্য অনুরোধ করেছেন।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘আরআরআর’-এর কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে। রামচরণের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ-কে। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আরআরআর’। কিন্তু ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি।