Home খেলা আফগানিস্তান সিরিজের সব খেলা চট্টগ্রামে!

আফগানিস্তান সিরিজের সব খেলা চট্টগ্রামে!

SHARE

সম্ভাব্য ভেন্যু থেকে সিলেটের নাম বাদ পড়েছে আগেই। জাগো নিউজের পাঠকরা সপ্তাহখানেক আগেই জেনে গেছেন যে, আসন্ন আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে বন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায়। তবে হঠাৎ এ দুই ভেন্যুর একটি বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে।

একদম ভেতরের খবর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বদলে আফগানিস্তান সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের চিন্তা চলছে। বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে এ খবর।

সূত্র অনুযায়ী, ঢাকায় যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও চট্টগ্রামে আয়োজনের চিন্তাভাবনা চলছে।

বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২-৩ দিনের ভেতরেই বিষয়টি স্থির হবে। তবে এ মুহূর্তে দুই ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

চট্টগ্রামের পাশাপাশি ঢাকায় খেলা চালানোর চিন্তা থেকে এখনই সরে দাড়ায়নি বিসিবি। তবে চিন্তা আছে। দুই ভেন্যুর বদলে চট্টগ্রামে খেলা চালানোর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

শেষ পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই চট্টগ্রামে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।