Home জাতীয় যুক্তরাষ্ট্রের দিক থেকে নতুন নিষেধাজ্ঞা দেয়ার শঙ্কা নেই

যুক্তরাষ্ট্রের দিক থেকে নতুন নিষেধাজ্ঞা দেয়ার শঙ্কা নেই

SHARE

যুক্তরাষ্ট্রের দিক থেকে নতুন কোনও নিষেধাজ্ঞা দেয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে র‌্যাবে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি ব্যবস্থা নিবে সরকার। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনও মনে করেনি যে ট্রিপিক্যাল লবিস্টের প্রয়োজন আছে। কিন্তু এখন আমরা এটা নিয়ে ভাবছি। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির কাঠামোটি একটু ভিন্ন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখন থেকেই আমরা এ বিষয়ে কাজ করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগের কাছে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছি। তারা আমাদের চিঠির উত্তর দেবে।

শাহরিয়ার আলম আরও বলেন, র‌্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে অবশ্যই আমাদেরকে একটি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও রয়েছেন। তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায়ও পড়েছেন বর্তামানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।