Home জাতীয় করোনায় আক্রান্ত জয়া বচ্চন

করোনায় আক্রান্ত জয়া বচ্চন

SHARE

বলিউডে তারকারা একের পর এক আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার শুটিং ফ্লোর থেকে করোনায় আক্রান্ত হলেন জয়া বচ্চন। শুক্রবার তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ফলে স্থগিত হয়েছে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’র শুটিং।

এর আগে ২০২০ সালে অমিতাভ বচ্চন পরিবারে করোনার থাবা পড়ে। তখন পরিবারের অন্য সদস্যদের করোনা শনাক্ত হলেও জয়া বচ্চন ছিলেন এর বাইরে। কিন্তু এবার তিনি এ ভাইরাসের কবলে পড়লেন।

জানা গেছে, পাঁচ দিন আগে করোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে করোনার সব বিধি মেনে চলছেন তিনি।

কিছুদিন আগে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছিলেন জয়া বচ্চন। ছবিতে আলিয়া ভাট, রণবীর সিংয়ের পাশাপাশি ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো বর্ষীয়ান তারকারা ছিলেন।

এরপর ৩১ জানুয়ারি শাবানা আজমি নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। তখন তার সংস্পর্শে যারা এসেছিলেন সবাইকে টেস্ট করার আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তিনি।

শাবানার আক্রান্ত হওয়ার পরই এই ছবির শুটিং বন্ধ রাখতে হয়। সব স্বাভাবিক হওয়ার আগেই এবার জয়া বচ্চনের করোনা শনাক্তের খবর এলো।