গত বছর ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন ভিকি কৌশল। এখনও আলোচনায় রয়েছেন এ নবদম্পতির বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের রেশ কাটিয়ে তারা কাজে ফিরেছেন। শুরু করেছেন শুটিং।
ভিকি কাজ করলেন এবার বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুরের সঙ্গে। এই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। তবে কোনো সিনেমায় নয়। তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনে।
ভালোবাসা দিবসকে সামনে রেখে একটি বৈদ্যুতিক পণ্যের বিজ্ঞাপন তৈরি করা হয়। সেখানেই জুটি হলেন ভিকি ও শ্রদ্ধা। এটি শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। প্রকাশের পরপরই ভক্তরা তাদের সুন্দর রসায়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
অনেক ভক্ত শ্রদ্ধা কাপুর এবং ভিকি কৌশলকে ভিকশ্রা’ এবং ‘শ্রাভিক’ নাম দিয়েও ডাকছেন। শিগগিরই তাদের একসঙ্গে সিনেমায় অভিনয় করার জন্য অনেক ভক্ত অনুরোধ জানিয়েছেন।
টুইটারে ভক্তদের কিছু মন্তব্য ছিলো এমন, ‘তাদের একসাথে খুব ভালো লাগছে!’, ‘শ্রাভিক’, ‘এক সাথে সিনেমায় তাদের দেখার জন্য অপেক্ষা করছি।’
এদিকে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে লাভ রঞ্জনের ছবিতে। অন্যদিকে, ভিকি কৌশলের দেখা মিলবে ‘স্যাম বাহাদুর’ সিনেমায় কিয়ারা আদভানি এবং ভূমি পেডনেকরের সঙ্গে।