Home বিনোদন রাজস্থানেই হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে!

রাজস্থানেই হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে!

SHARE

করোনাভাইরাস বাধা হয়ে না দাঁড়ালে এতদিনে তারা যুগল থেকে দম্পতির খেতাব পেয়ে যেতেন। ২০২১ সালের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। কিন্তু সেই তারিখ পিছিয়ে গেল আগামী এপ্রিল মাসে। অন্তত এমনই খবর বলিপাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রণবীর ও আলিয়া চলতি বছরের এপ্রিলের বিয়ের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে কাপুর ও ভাট পরিবারে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

অনেকের মতে, রণবীর-আলিয়া হয়তো রাজস্থানের রণথম্বোরেই সাতপাকে বাঁধা পড়বেন। কারণ দু’জন সেখানেই সবচেয়ে বেশি ছুটি কাটিয়েছেন এবং জায়গাটি তাদের খুব প্রিয়।

টাইমস অব ইন্ডিয়া এই খবর নিশ্চিত করতে ভাট পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু, তিনি প্রথমে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। পরে অবশ্য বলেন, এই জল্পনার সত্যতা আছে।

এর আগে অবশ্য শোনা যাচ্ছিল মুম্বাইয়েই বিয়ে করবেন এ দুই তারকা। হবে ছোট করে অনুষ্ঠান। কেবল বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন সেখানে। কিন্তু এখন অন্য কিছুই খবর রটল টিনসেল নগরীতে।