Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে ৩১ হাজার ৫৬১ পিস ইয়াবা, ১১৫ গ্রাম হেরোইন, ৯ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা ও ৪০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আরও জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।