Home বিনোদন ভালোবাসা দিবসে প্রভাস-পূজার ঝলক

ভালোবাসা দিবসে প্রভাস-পূজার ঝলক

SHARE

গত বছর ট্রেইলার মুক্তির পর থেকেই বলিউডে দক্ষিণী সিনেমার তারকা প্রভাস, পূজা হেগড়ে অভিনীত প্রেম-কাহিনী ‘রাধে শ্যাম’ সিনেমা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য তৈরি।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটির নির্মাতারা একটি বিশেষ টিজার প্রকাশ করেছেন। টিজারে সিনেমার কোনো উত্তেজনাকর দৃশ্য রাখা হয়নি। বরং ভালোবাসা দিবসের সঙ্গে মিল রেখে সিনেমাটিতে প্রভাস ও পূজা হেগড়ের কিছু রোমান্স দৃশ্য দেখানো হয়েছে।

টিজারটি তেলেগু, হিন্দী, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় আলাদভাবে প্রকাশ করা হয়েছে। ভালোবাসা দিবসে প্রভাস পূজার রোমান্সের ঝলক দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। টিজারটি দেখতে ক্লিক করুন এখানে।

‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। পূজা হেগড়েকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসছে আগামী ১১ মার্চ।