Home খেলা টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ

টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ

SHARE

ওয়ানডে সিরিজের পর টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশে বাধ্য করেছে রোহিত শর্মার ভারত। রোববার রাতে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে দিয়ে ৩-০তে জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে চরম লজ্জা দিয়েছে ভারত।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতকে ১৫ ওভার পর্যন্ত ভালই আটকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ডেথ ওভারে রোমারিও শেফার্ড এবং ডমিনি ড্রেকসের অনিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৪/৫ পর্যন্ত স্কোর টেনে নিয়েছে ভারত।

শেষ ৩০ বলে সূর্যকুমার-ভেঙ্কটেশ আইয়ার জুটি যোগ করেছে ৮৬ রান। যার মধ্যে শেষ ওভারে রোমারিও শেফার্ডকে তিনটি ছক্কা মেরেছেন সূর্যকুমার। ওই ওভারের দ্বিতীয় বলে ছক্কার চুমোয় করেছেন সূর্যকুমার হাফ সেঞ্চুরি উদযাপন।

রোমারিও শেফার্ড এদিন করেছেন অমিতব্যয়ী বোলিং (৪-০-৫০-১)।সূর্যকুমার ৩১ বলে ১ চার, ৭ ছক্কায় করেছেন ৬৫। ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে করেছেন ৩৫*।
১৮৫ রানের জবাব দিতে এসে হার্শাল প্যাটেল (৩/২২), শার্দুল ঠাকুর (২/৩৩),ভেঙ্কটেশ আইয়ার (২/২৩), দীপক চাহার (২/১৫)-এর বোলিংয়ে ১৬৭/৯-এ থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান লড়েছেন একাই (৪৭ বলে ৮ চার, ১ ছক্কায় ৬১)। তৃতীয় উইকেট জুটির ৪৭ এবং ৭ম উইকেট জুটির ৪৮ রানেও লড়াইয়ে ফিরতে পারেনি সফরকারীরা।

ভারত : ১৮৪/৫ (২০.০ ওভারে)
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৭/৯ (২০.০ ওভারে)
ফল : ভারত ১৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সূর্যকুমার (ভারত)।
ম্যান অব দ্য সিরিজ : সূর্যকুমার (ভারত)।