Home খেলা নিজেকে ‘দুর্ভাগা’ ভাবতেই পারেন তাসকিন

নিজেকে ‘দুর্ভাগা’ ভাবতেই পারেন তাসকিন

SHARE

পেসার তাসকিন আহমেদ। নিজেকে গুছিয়ে ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় দলে আবারও নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। কিন্তু তাসকিনের বলে সতীর্থদের ক্যাচ মিস করা যেন বাংলাদেশের ক্রিকেটের চেনা একটি ঘটনায় পরিণত হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। সেখানেও এমন ঘটনা দেখা গেছে। তাসকিনের বলে সহজ ক্যাচ হাতছাড়া করেন দলের অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের ষষ্ঠ ওভারে তাসকিনের শর্ট বলে পুল করেন ইবরাহিম জাদরান। স্কয়ার লেগে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মাহমুদউল্লাহ তা তালুবন্দী করতে ব্যর্থ হন। অথচ সামনে এগিয়ে আসলে হয়তো বলটি আরও সহজে হাতে পেতে পারতেন রিয়াদ।

তবে রিয়াদ জায়গায় থেকেই ক্যাচটি ধরতে চেয়েছিলেন। এতে ভারসাম্য হারিয়ে ক্যাচটি মিস করে বসেন তিনি। ক্যাচ হাতছাড়া হওয়ায় বেশ হতাশ হন তাসকিন। অবশ্য তাসকিনের জন্য এমন দৃশ্য যেন পুরোনো। তাইতো পরের ডেলিভারি করার জন্য চলে গেলেন বোলিংয়ে।