বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আসছেন নতুন সিনেমা নিয়ে। নাম ‘চাকদা এক্সপ্রেস’। ভক্তদের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির প্রস্তুতি নিয়ে একটি ছবি শেয়ার করেছেন।
সিনেমাটি রতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে তৈরি।
আনুশকা সোশ্যাল মিডিয়ায় তার বোলিংয়ের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন ‘গ্রিপ বাই গ্রিপ প্রিপ’। মা হবার পর এই সিনেমাটি দিয়েই আবার ফিরেবেন আনুশকা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো নারীর সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড ঝুলনের। পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে ঝুলন গোস্বামী লিখেছেন, ‘খুব সুন্দর’।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সিনেমাটির জন্য ৩০ দিনের শুটিং চলবে যুক্তরাজ্যে। সেজন্য যুক্তরাজ্যে যাবেন ‘চাকদা এক্সপ্রেস’ এর টিম। সিনেমাটি প্রসিত রায় পরিচালনা করছেন।
এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। তবে কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত হয়নি।