Home জাতীয় ‘গণটিকা আজ-ই শেষ হচ্ছে না, মেয়াদ বাড়ছে’

‘গণটিকা আজ-ই শেষ হচ্ছে না, মেয়াদ বাড়ছে’

SHARE

ক্যাম্পেইনের আওতায় সারাদেশে গণটিকা কার্যক্রম আজ-ই শেষ হচ্ছে না। এই টিকা কার্যক্রম আরো দুই দিন অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টিকা নিতে আসা মানুষের ব্যাপক ভিড় ও নানা দূর্ঘটনার কারনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দেই দিন টিকা প্রদান করা হবে। কোন কোন কেন্দ্রে দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। ’

আজ শনিবার সকাল ৮টা থেকে ‘একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি’র আওতায় সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা কার্যক্রম চলছে। সারাদেশে অসংখ্য মানুষ প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে ভিড় করছেন। বিভিন্ন স্থানে প্রচন্ড বিশৃঙ্খলার সংবাদ পাওয়া গেছে। টিকাকেন্দ্রে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ টিকা দেয়া হবে বলে জানা গেছে।