Home আন্তর্জাতিক ইউক্রেনের কিয়েভ টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণ

ইউক্রেনের কিয়েভ টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণ

SHARE

রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার হুমকির মধ্যে কিয়েভের টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ার বড় বড় ঢেউ উঠেছে। যদিও টিভি টাওয়ারটিতে সরাসরি কোনো গোলা আঘাত করেছে কিনা তা স্পষ্ট নয়।

আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিট্রিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

এর আগে কিয়েভে হামলার হুমকি দিয়ে এক বিবৃতি দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘ ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার’ টার্গেট করে হামলা চালানো হবে। তাই এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি